in

চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়াল টিসিবি

চিনির দাম কেজিতে ৪৩ শতাংশ বা ৩০ টাকা বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার থেকে প্রতি কেজি চিনি ১০০ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থাটি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় বেড়েছে। এতে বেশি দামে চিনি আমদানি করতে হচ্ছে, তাই চিনিতে ভর্তুকির পরিমাণ বেড়েছে। এজন্য আমরা চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে ঢাকায় খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়।

তবে সয়াবিন তেল, চাল ও মসুর ডালের দাম অপরিবর্তিত রেখেছে টিসিবি। প্রতি কেজি খেজুর বিক্রি হবে ১৫০ টাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings