সোমবার থেকে সৌদি আরবে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। রবিবার (১০ মার্চ) চাঁদ দেখার পর সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান রমজান মাস সিয়াম সাধনা ও ইবাদতে কাটান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন শরীফ নাজিল হয়।
রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।

মঙ্গলবার থেকে রোজা শুরুর কথা জানিয়েছে ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।
বাংলাদেশে আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে রমজান শুরুর তারিখ।
GIPHY App Key not set. Please check settings