ডাচদের বিপক্ষে বাংলাদেশ কেবল হারেইনি, রীতিমতো বিধ্বস্ত হয়েছে। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে হাজার বিশেষ দর্শকদের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশি।
টানা চার হারের পর এই ম্যাচে জয় দেখার আশা বড় চওড়া ছিল সবার। কিন্তু আইসিসি সহযোগী সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশ এদিন ম্যাচ হারল ৮৭ রানে।
নেদারল্যান্ডসের ২৩০ রানের জবাবে টেনেটুনে ১৪২ রান করতে পারল সাকিব আল হাসানের দল। কেউ যদি বলেন বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্বের ভিতই তো নড়ে গেল! খুব বেশি তর্ক করার সুযোগ নেই।

নেদারল্যান্ডসের কাছে হারের পর বাংলাদেশের বিশ্বকাপ তো আসলে শেষই। এই দল বাকি তিন ম্যাচ জিতে যাবে, এমন আশাবাদী ব্যক্তি গোটা দুনিয়ায় পাওয়া যাবে না।
এই ম্যাচে কে কেমন করল। কীভাবে আউট হলো তার বর্ণনা দেওয়া পাঠকের কাছে যথেষ্ট বিরক্তিকর হবে। করুণ দশার একই গল্প কেই বা পড়তে চায়!
পল ফন মিকরেনকে বাহবা দেওয়া যায়। ২৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের মূল হন্তারক। তবে তাকে জাসপ্রিট বুমরাহ বানিয়ে ফেললে তো মুশকিল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪২.২ ওভারে ১৪২ (লিটন ৩, তানজিদ ১৫, মিরাজ ৩৫, শান্ত ৯, সাকিব ৫, মুশফিক ১, মাহমুদউল্লাহ ২০, শেখ মেহেদী ১৭, তাসকিন ১১, মোস্তাফিজ ২০, শরিফুল ০*; আরিয়ান ১/২৬, ফন বিক ১/৩০, অ্যাকারম্যান ১/২৫, ফন মিকেরেন ৪/২৩, ডি লিডি ২/২৫, শারিজ ০/১৩)।
অলআউট বাংলাদেশ
পল ফন মিকেরেনের শর্ট বলে তাসকিন আহমেদ তুললেন ক্যাচ। মিডউইকেটে তা লুফে নিলেন বাস ডি লিডি। অলআউট হয়ে গেল বাংলাদেশ। নেদারল্যান্ডস পেল স্মরণীয় জয়। এর আগে এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা।
৩৫ বলে ১১ রান করলেন তাসকিন। শরিফুল অপরাজিত থেকে গেলেন শূন্য রানে।
GIPHY App Key not set. Please check settings