গাজীপুরের কালিয়াকৈরে বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তারা হলেন, মো. আকাশ, মো. কুটি, মো. আরিল, মাইদুল ইসলাম, ইয়াসিন, সোলেমান, নূর নবী, মোছা. শিল্পী, মোহাম্মদ নাঈম ও নিরব।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্ট ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩৫ জন দগ্ধ হয়।
স্থানীয়রা জানান, কলোনির একটি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক হতে থাকে। বাড়ির বাসিন্দা সিলিন্ডারটি প্রধান দরজায় নিয়ে এসে রাস্তায় ফেলে দিলে এ বিস্ফোরণ ঘটে।
কোনাবাড়ী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
GIPHY App Key not set. Please check settings