গাজা উপত্যকার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত ৩৬ জন।
বৃহস্পতিবার রাতভর গাজার অন্যান্য এলাকাও ইসরায়েলের নির্বিচার হামলার শিকার হয়েছে। পশ্চিম তীরেও চলেছে তাদের অভিযান।
জাবালিয়া গাজার সবচেয়ে বড় শরণার্থীশিবির। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর শিবিরটিতে বিভিন্ন সময় বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

সবশেষ বৃহস্পতিবার রাতে শিবিরটির বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ১৮ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে।
ওই দিন রাতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮ জন নিহত হন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ফেলা বোমার বিস্ফোরণে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।
এ নিয়ে ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে ১১ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন। এদিকে শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে পাঁচ বন্দুকধারীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
GIPHY App Key not set. Please check settings