in

গাজায় ২৪ ঘণ্টায় সাতশর বেশি ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ চলছেই। হামলায় সবশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৭ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

গেল ৭ অক্টোবর থেকে রক্তক্ষয়ী হামলায় উপত্যকাটির ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রোববার গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের মুখপাত্র এ তথ্য জানান।

শুক্রবার যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলার শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দক্ষিণ গাজায়ও হামলা চলছে। হামলা জোরদার করার জন্য খান ইউনিসের পার্শ্ববর্তী কিছু নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার পরিচালক থমাস হোয়াইট বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হেপাটাইটিস এ–র প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের প্রিজনারস সোসাইটি জানিয়েছে, পশ্চিম তীরে শনিবার রাতভর অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা অন্তত ৬০ ফিলিস্তিনিকে আটক করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings