in

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। সোমবার রাত ৮টা ১০ মিনিটে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবনে দেখা করতে যান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিবের আলোচনার বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

শায়রুল কবির খান বলেন, আজ রাত ৮টা ১০ মিনিটের দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় দেখা করতে যান দলটির মহাসচিব। রাত সাড়ে নয়টার পর তিনি খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন।

তিন মাসের বেশি সময় ধরে কারাভোগের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন মির্জা ফখরুল ইসলাম।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘাত হওয়ার পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এসব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings