সাইফুল ইসলাম রনি
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’য় তারা সাক্ষাৎ করেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদও এবার দেখা করেছেন।

সাধারণত বেগম জিয়া কারাবন্দী হবার পর থেকে শুধুমাত্র ঈদের দিনে স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করতে যান। কিন্তু এবার তাদের সঙ্গে দুইজন ভাইস চেয়ারম্যান ছিলেন। অনেক দিন থেকেই স্থায়ী কমিটির কয়েকটি পদ খালি আছে। তাহলে কি তারাই হতে যাচ্ছে খালি পদের সদস্য, এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে।
প্রায় ঘণ্টাব্যাপী বিএনপি নেতৃবৃন্দ দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সাক্ষাৎ শেষে ‘ফিরোজা’র বাসার সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, উনি(বেগম খালেদা জিয়া) অসুস্থ, বন্দি অবস্থায় আছেন। আজকের আমরা এখানে উনার সাথে দেথা করেছি। এটি পুরোপুরি সৌজন্য মূলক একটি সাক্ষাত ছিলো। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। তবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন. তিনি তিন বার প্রধানমন্ত্রী ছিলেন। এখনো তিনি রাজনৈতিক কারণেই বন্দি হয়ে আছেন। আমরা যেটা মনে করি, আমরা যেটা সবসময় বলে আসছি তাকে অবিলম্বে মুক্তি দেয়া উচিত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত।
মির্জা আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের মাধ্যমে সারা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি দোয়া চেয়েছে তিনি যেন সুস্থ হয়ে উঠেন, তিনি ভালো থাকেন।
সাক্ষাৎদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
GIPHY App Key not set. Please check settings