রাজা তৃতীয় চার্লসের ক্যানসার ধরা পড়েছে। বিষয়টি সোমবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে।
রাজার কোন ধরনের ক্যানসার ধরা পড়েছে তা এখনও জানানো হয়নি। প্রোস্টেট চিকিৎসা করতে গিয়ে এটা ধরা পড়েছে। তবে এটা প্রোস্টেট ক্যানসার নয়।
রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আরও অনেক বিশ্বনেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রোস্টেট সমস্যা পুরুষের একটি সাধারণ রোগ। অনেকে এর চিকিৎসা নিয়ে অবহেলা করেন। তাই এর চিকিৎসায় জনসচেতনতা তৈরি করতে চার্সল নিজের প্রোস্টেট সমস্যার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
প্রায় এক সপ্তাহ আগে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চার্লসের প্রোস্টেট চিকিৎসা শুরু হয়। একপর্যায়ে তার ক্যানসার ধরা পড়ে।
অন্য দাতব্য কাজের মধ্যে রাজা চার্লসের ক্যানসার নিয়েও জনকল্যাণমূলক কার্যক্রম রয়েছে। তিনি প্রিন্স অব ওয়েলস থাকার সময়ই ক্যানসার নিয়ে দাতব্য কাজ শুরু করেন। এ কারণে তার ক্যানসারের বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বাকিংহাম প্যালেস থেকে আরও জানানো হয়েছে, রাজা আপাতত জনসম্মুখে যাবেন না। কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধানের কাজ অব্যাহত রাখবেন। কাগজপত্রে সই করবেন। ব্যক্তিগত বৈঠকও চালিয়ে যাবেন।
৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস তার ক্যানসার ভালো হওয়া নিয়ে সম্পূর্ণরূপে আশাবাদী। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে জনসম্মুখে ফিরতে চান তিনি।
GIPHY App Key not set. Please check settings