in

কী হয়েছিল সেদিন, জানালেন তাহসান-ফারিণ

২৮ ফেব্রুয়ারি রাত ১০ টায় অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়, কয়েক ঘণ্টার মধ্যে সেটা মুছেও ফেলা হয়।

ভিডিওতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। আপলোডের পর ভিডিওটি নিয়ে অনেকে নানা ধরনের কমেন্ট করতে শুরু করেন। ঘণ্টাখানেক পর তাসনিয়া ফারিণও তার প্রোফাইলে পোস্টে লেখেন, ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’

গত দুইদিন এ বিষয়ে তাহসান বা ফারিণ কোনো মন্তব্য করেননি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সন্মেলন করে তারা জানান, তারা দুজনই ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন। তখনই লাইভ হয়ে যায় তাহসানের ফোন থেকে। তাঁরা সুস্থ আছেন, ভালো আছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘আপনারা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি। কী ঘটেছিল সেটা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজ আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। একটি কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সে হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।’

তাসনিয়া ফারিণ বলেন, ‘আপনারা যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings