in

এমপি নির্বাচিত হয়ে পরদিনই মিরপুরে সাকিব

মাগুরা-১ আসন থেকে মাত্র রোববার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। সোমবার হঠাৎই তার দেখা মিলল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সাকিবের আগে মিরপুরে ইনডোরে প্রবেশ করেন নাজমুল আবেদীন ফাহিম। কিছুক্ষণ পর ব্যাট হাতে ইনডোরে ঢোকেন সাকিবও।

বলার অপেক্ষা রাখে না, শৈশবের কোচ নাজমুল আবেদীনকে সঙ্গে নিয়ে বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতেই মাঠে হাজির হয়েছেন সাকিব।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে সাকিব।

নির্বাচনের কারণে ক্রিকেটে নিয়ে ভাবার খুব একটা সুযোগও ছিল না। যদিও নির্বাচনের ফাঁকে মাগুরায় ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব।

এবার নির্বাচন শেষ হতে না হতেই নিজেকে তৈরি করতে মাঠেও নেমে গেছেন সাকিব। জানা গেছে, গতকাল রাতে মাগুরা থেকে ঢাকা ফেরেন এই অলরাউন্ডার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings