এবারের দ্বাদশ জাতীয় সংসদ নিরর্বাচনে বেশ কিছু মিডিয়ার মালিক নির্বাচনে অংশগ্রহণ করেন।
যে সব মিডিয়ার মালিক নির্বাচনে অংশগ্রহণ করেন তারা হলেন-
- দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা)।
- দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ (স্বতন্ত্র)।
- দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম (লাঙ্গল)।
- ইন্ডিপেনডেন্ট টিভির মালিক সালমান এফ রহমান (নৌকা)
- আরটিভির মালিক মোর্শেদ আলম (নৌকা)
- বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ (নৌকা)
- দৈনিক সংবাদের আলতামাস কবীর (স্বতন্ত্র)।
- সময় টিভির অ্যাডভোকেট কামরুল ইসলাম (নৌকা)।
- দৈনিক ভোরের কাগজের সাবের হোসেন চৌধুরী (নৌকা)।
- কালবেলার মালিক নজরুল ইসলাম (স্বতন্ত্র)।
- গাজী টিভি ও অনলাইন সারা বাংলার মালিক গোলাম দস্তগীর (নৌকা)।
- মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (নৌকা)।
- দৈনিক ও অনলাইন ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন (স্বতন্ত্র)।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

GIPHY App Key not set. Please check settings