in

এখন কী করবেন, জানালেন মাহি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তার মনোনয়নপত্রটি ত্রুটি দেখিয়ে বাতিল করা হয়েছে। বাতিল হলেও মাহি থেমে থাকবেন না, জানালেন সে কথাই।

কী কারণে বাতিল হয়েছে জানতে চাইলে মাহি সাংবাদিকদের বলেন, শুনলাম ভোটারদের সাইন নিয়ে নাকি সমস্যা হয়েছে। এ নিয়ে অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনীয় এলাকার ১ শতাংশ ভোটারে সাইন লাগে। সেই সাইন নাকি জালিয়াতি করে জমা দিয়েছি। কিন্তু আমার কাছে এর সব প্রমাণ রয়েছে যে জালিয়াতি করিনি।

তিনি বলেন, এখানে সাইন জালিয়াতির কী আছে! এটা আমরা ঠিকভাবেই সংগ্রহ করেছি। এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছেন। সেখানে ১ ভাগ ভোটারের সাইনের জালিয়াতির বিষয়টি নিয়ে যা বলা হচ্ছে, সেটা সত্য নয়। আমরা কারও সাইন না নিয়ে দিইনি। আমার কাছে প্রতিটি সাইন যে অথেনটিক, তার প্রমাণ আছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া পরে কী ভাবছেন জানতে চাইলে মাহি বলেন, আমার মনোনয়নপত্রে আর কোনো সমস্যার কথা জানতে পারিনি। আর যেহেতু সাইন অথেনটিকের প্রমাণ আছে, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পুনরায় আপিল করব। আমি আজই আপিল করব, ইনশা আল্লাহ।

আসন্ন দ্বাদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন পাননি।
পরে মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings