in

এক দশক পর যুক্তরাজ্যে গাইবেন জেমস

এক দশক পর যুক্তরাজ্যে গাইবেন রক তারকা জেমস। চলতি ডিসেম্বরে লন্ডন ও বার্মিংহামে দুটি একক কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।

৩ ডিসেম্বর জেমস লন্ডনে পৌঁছেছেন বলে জানা গেছে। লন্ডন থেকে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর গণমাধ্যমকে জানান, ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে মেগা কনসার্টে গাইবেন জেমস। ১০ ডিসেম্বর বার্মিংহামে আরেকটি শো করবেন। ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।

এর আগে ২০১৩ সালে যুক্তরাজ্যে কনসার্ট করেন জেমস, এরপর আর কোনো যুক্তরাজ্যে কোনো শো করেননি তিনি।

চলতি বছরের মাঝামাঝির দিকে যুক্তরাষ্ট্রে দুই মাসে বেশ কয়েকটি শো করেছেন জেমস। দেশে ফিরে ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’সহ বেশ কয়েকটি কনসার্টে পাওয়া গেছে তাঁকে।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়।

পরে ‘ফিলিংস’ ছেড়ে ‘নগর বাউল’ গঠন করেন জেমস। প্রকাশ করেন ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম। তাঁর প্রকাশিত একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘অনন্যা’, ‘পালাবে কোথায়’।

বলিউডেও গান করেছেন জেমস। ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’ গানটি ভারতীয় উপমহাদেশের ঝড় তুলেছিল। একই বছর ‘ও লামহে’ সিনেমায় ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন আ…মেট্রো’ সিনেমায় ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’ সিনেমায় গান করার পর আর তাকে বলিউডে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings