in

ইমরানের দলের প্রতীক বাতিল করল নির্বাচন কমিশন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার সন্ধ্যায় এ-সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ইমরান খান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার। তার গঠিত দলের প্রতীক ‘ব্যাট’ তাঁর খেলোয়াড়ি জীবনকে ফুটিয়ে তুলেছিল।

প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি ঘোষণা করেছেন।

পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত দিয়েছে। আকবর এস বাবর তাঁর আবেদনে দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। এর প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দী। শিগগিরই তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা হচ্ছে।

নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি…এবং পিটিআই নির্বাচনী আইন-২০১৭ ও নির্বাচনী বিধিমালা-২০১৭ অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, দলের অভ্যন্তরীণ নির্বাচনকে বেআইনি ঘোষণা করায় ব্যারিস্টার গহর আলী খান আর পিটিআইয়ের শীর্ষ নেতা থাকছেন না। ইমরান খানের অনুপস্থিতিতে তাঁকে দলের চেয়ারম্যান করা হয়েছিল।

আগামীকাল রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য দলটির কাছে মাত্র এক দিন (শনিবার) সময় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস জিও টিভিকে বলেন, নির্বাচন কমিশন ‘কখনো’ কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনকে বেআইনি ঘোষণা করেনি। পিটিআইকে ‘চাপে ফেলা হয়েছে’ বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings