পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায় কলকাতার গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেছেন। শুক্রবার ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ে করেন তারা।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজনে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি। বিয়ের পর প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘নতুন করে।’
গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে নিজেকে সাজান প্রস্মিতা পাল। অনুপমকে দেখা যায় পাঞ্জাবিতে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকেই ছিলেন।
এটি অনুপমের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়।
প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। গত বছরের ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় পিয়ার।
GIPHY App Key not set. Please check settings