ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিসলাভে বৃহস্পতিবার দুই ফরাসি নাগরিক নিহত এবং আরও তিনজন বিদেশী আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিন টেলিগ্রামে লিখেছেন, ‘বেরিসলাভে শত্রুদের হামলার ফলে বিদেশি স্বেচ্ছাসেবকরা নিহত ও আহত হয়েছে।’
গভর্নর লিখেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে। আরও তিনজন বিদেশী সামান্য আহত হয়েছে।তিনি ‘নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে।
পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে একজন ওডেসার (৪১) বাসিন্দা।
পুলিশ হামলার তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে, ‘সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।
GIPHY App Key not set. Please check settings