ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে ওলেকসান্দর সিরস্কিকে নিয়োগ দিয়েছেন। জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এমন সিদ্ধান্ত নেন তিনি।
দুই বছর ইউক্রেনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জালুঝনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছিল।
ইউক্রেনে রুশ হামলার দুই বছর হতে চলল। এমন সময়ে দেশের ‘সামরিক কৌশলে’ পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন জালুঝনি নিজেও।

সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি বলেন, ‘২০২২ সালের কাজ আর ২০২৪ সালের কাজের মধ্যে পার্থক্য আছে। জয়ী হতে হলে প্রত্যেককে অবশ্যই বদলাতে হবে এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনীতে এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রদবদল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের নতুন সেনাপ্রধান সিরস্কি ২০১৯ সাল থেকে ইউক্রেনের স্থল বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings