নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের চাওয়ার কাছেই আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বিকেলে এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরেন রিজভী।
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, পুলিশের চলমান গ্রেপ্তার অভিযানে বিএনপি নেতাকর্মীদের না পেলে তাদের বাবা, ভাই ও ছেলেসহ আত্মীয়স্বজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

চলমান সরকারবিরোধী আন্দোলনে তরুণেরা সামনের সারিতে থাকায় তাদের ওপর ব্যাপক হারে সহিংসতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী ও পুলিশ বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের বাসার গেট ভেঙে, তালা ভেঙে ও জানালা ভেঙে ঘরে ঢুকছে। তল্লাশির নামে পুলিশ গ্রামের পর গ্রাম বিএনপি নেতা–কর্মীদের বাড়ির সব ঘর তছনছ করে দিচ্ছে।
দেশ থেকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে চিরবিদায় দিতে নানা সর্বনাশা আয়োজন চলছে অভিযোগ করে বিএনপি নেতা রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই গণতন্ত্রকামী মানুষদের রক্ত ঝরানো হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠীই এখন বুলেটের নিশানা। বারবার গণতন্ত্রকে হত্যা করাই আওয়ামী লীগের নিজস্ব শৈলী বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, এক ব্যক্তি, এক দলের দুঃশাসনে বাংলাদেশের মানুষ এক বন্দিশিবিরে আটকে আছে, মৌলিক মানবিক অধিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিপত্র আদায় করা হয়েছে। আর সে জন্য জনগণের পছন্দে সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। জনগণকে দমন করে আওয়ামী ফ্যাসিবাদ এখন সর্বগ্রাসী রূপে আত্মপ্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের ৩৯৫ জনের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৮টি মামলায় বিএনপি নেতা–কর্মীদের নাম উল্লেখ করে ১ হাজার ৬৫ জনের বেশি নেতা–কর্মীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের চার–পাঁচ দিন আগে থেকে এখন পর্যন্ত বিএনপির ১২ হাজার ৯০০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। একই সময় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ২৮৯টি মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
GIPHY App Key not set. Please check settings