এফএ কাপে আর্সেনাল–লিভারপুলের আরেকটি লড়াইও নিষ্ফলা মহারণের দিকে এগোচ্ছিল। ৭৯ মিনিট পর্যন্তও যে কোনো দল গোলমুখ খুলতে পারেনি।
অবশেষে ৮০ মিনিটে ‘ডেড লক’ ভাঙল। গোল করলেন আর্সেনালের ইয়াকুব কিভিওর। কিন্তু তরুণ এই পোলিশ ডিফেন্ডার নিজেদের জালেই বল জড়ালেন।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর সমতা ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। শেষ দিকে রক্ষণভাগও ওপরে উঠে খেলতে থাকে।

অরক্ষিত রক্ষণের সুযোগ নিয়ে যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লুইজ দিয়াজ। ২–০ গোলের জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল লিভারপুল।
প্রতিযোগিতাটির ইতিহাসের সফলতম দল (১৪ বারের চ্যাম্পিয়ন) আর্সেনাল বিদায় নিল তৃতীয় রাউন্ড থেকেই। চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল আর্সেনাল। মিকেল আরতেতার দল এর আগে লন্ডনেরই দুই নগর প্রতিদ্বন্দ্বী ফুলহাম ও ওয়েস্ট হামের কাছে হেরে যায়।
২০২২ সালের এপ্রিলের পর প্রথমবার টানা তিন ম্যাচ হারল গানাররা। আর নিজেদের মাঠে ২০২২ সালের জানুয়ারির পর প্রথমবার টানা দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হলো।
অথচ ম্যাচজুড়ে আর্সেনালেরই দাপট ছিল বেশি। গোলের উদ্দেশে শট, লক্ষ্যে শট, বল দখল, সফল পাস প্রায় সবকিছুতেই এগিয়ে ছিল গানাররা।
তবে কাই হাভার্টজ–বুকায়ো সাকারা একের পর এক সুযোগ নষ্ট করেছেন। সেটারই মাশুল দিতে হয়েছে এএফএ কাপ থেকে ছিটকে গিয়ে।
GIPHY App Key not set. Please check settings