জাপানের ক্ষমতাসীন দলের সবচেয়ে শক্তিশালী উপদলের রাজনৈতিক তহবিল সংগ্রহে লোপাটের প্রতিবাদে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার চার মন্ত্রী।
দলীয় দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আস্থা সংকটে জর্জরিত থাকার সময়েই পদত্যাগের এ ঘটনা ঘটল।
পদত্যাগকারীদের মধ্যে জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনোও রয়েছেন। পদত্যাগকারী আর তিন মন্ত্রী হলেন অর্থ ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা।

অর্থ লোপাটের ঘটনা তদন্তে কৌঁসুলিরা দলীয় কার্যালয়গুলোয় তল্লাশি চালানো এবং ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের জেরা করার উদ্যোগ নিচ্ছেন—এমন খবরের মধ্যে চার মন্ত্রী পদত্যাগ করলেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হিরোকাজু মাৎসুনো জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভার আরও ৫ জন জ্যেষ্ঠ উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোও দায়িত্ব ছাড়ছেন।
চার মন্ত্রীর পাশাপাশি এই উপদল থেকে পাঁচজন ঊর্ধ্বতন উপমন্ত্রী ও একজন সংসদীয় উপমন্ত্রীও পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
অভিযোগ আছে, আবে উপদলের সদস্যরা গত পাঁচ বছরে তহবিল সংগ্রহের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত ৫০ কোটিরও (প্রায় ৩৪ লাখ) বেশি ইয়েনের হিসাব দিতে পারেননি; অর্থাৎ, রাজনৈতিক তহবিল সংক্রান্ত প্রতিবেদনে তারা আয় হিসাবে এই অর্থের উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন।
কৌঁসুলিরা এ অভিযোগ তদন্ত করে দেখছেন। প্রধানমন্ত্রী কিশিদার উপদলও এতে জড়িত কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। পাশাপাশি দুর্নীতির তদন্তও করছেন কৌঁসুলিরা।
GIPHY App Key not set. Please check settings