in

আমাদের গণতন্ত্র আমাদের মতো: শাহজাহান ওমর

বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতোই হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহজাহান ওমর। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর বলেন, আমাদের গণতন্ত্র আমাদের মতো। আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না…। আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের ২৭৩টি (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রকৃতপক্ষে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের ২৭০টি প্রয়োজন) ভোট পেলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে ৫১ শতাংশ ভোট পড়তে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না। যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসির ড’ও নাই; একদলীয় শাসন।

গত ৩০ নভেম্বর শাহজাহান ওমর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

শনিবার সংসদে শাহজাহান ওমর বলেন, আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষাদীক্ষা, সে অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি… উদাহরণ দেই…আমরা তো ব্রিটিশ না, আমারা তো জাপানিজ না, আমাদের গণতন্ত্র আমাদের মতো হতে হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) সালমা ইসলাম বলেন, ঋণখেলাপি, ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীরা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে।

সালমা ইসলাম বলেন, খেলাপি ঋণ লাগামহীন গতিতে বেড়েই চলেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। ডলার–সংকট বাড়ছে। রিজার্ভ ক্রমাগত নিম্নমুখী। ব্যাংকগুলো তারল্যসংকটে ভুগছে। অনেক ব্যাংক রুগ্‌ণ হয়ে যাচ্ছে।

সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য বলেন, প্রভাবশালী কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার কথা উল্লেখ করে সালমা ইসলাম বলেন, এর দায় কে নেবে? এভাবে প্রাণহানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কী পদক্ষেপ নিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings