ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অষ্টম রাউন্ডের ম্যাচে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোটিং ক্লাবকে। এই জয়ে ৮ ম্যাচে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে সুপার লিগে এক পা দিয়ে রাখলো আবাহনী।
মঙ্গলবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মোহামেডান। আবাহনী দুর্দান্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানের সম্মানজনক সংগ্রহ পায় মোহামেডান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবাহনীর তানজিম হাসান সাকিব ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।

জবাবে নাইম শেখ ও জাকের আলি অনিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৫ ওভারেই ম্যাচ জিতে নেয় আবাহনী। ৫টি চার ও ৩টি ছক্কায় নাইম ৬২ বলে ৬৩ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জাকের। ৪টি চার ও ৬টি ছক্কায় ৯০ বলে অপরাজিত ৭৮ রান করেন তিনি। এছাড়া ৩৯ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন।
আবাহনীর কাছে হেরেও ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো মোহামেডান।
GIPHY App Key not set. Please check settings