in

আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক জয়ে চোখ ইংল্যান্ডের

আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে রোববার চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছে ইংলিশরা। বিশ্বকাপের মঞ্চে দুবারের লড়াইয়েই জয় পেয়েছে ইংল্যান্ড।

জয়ের ধারা অব্যাহত রেখে টানা তৃতীয়বারের মতো আফগানদের হারতে চায় ইংলিশরা। পক্ষান্তরে বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের স্বপ্নে বিভোর আফগানরা। এ ছাড়া বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে চায় আফগানিস্তান। নয়া দিল্লিতে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দুদলের ম্যাচটি।

এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচেই গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে পরাজিত হয় ইংলিশরা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় ও আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক জয়ের চোখ ইংল্যান্ডের।

সম্ভাব্য ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

সম্ভাব্য আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন উল হক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings