in

অবরোধের আগের রাতে রাজধানীতে চার বাসে আগুন

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাত সাড়ে ৮টা থেকে এক ঘণ্টার মধ্যে তিন বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় প্রথমে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর এক ঘণ্টা পর রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেও রাজধানীতে একের পর এক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

রাতে মিরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুন পুড়ে যাওয়া বাসগুলোর মধ্যে তিনটিই রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি

বলেন, বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাস আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। আর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিসির দোতলা বাসের দোতলার এক পাশ আগুনে পুড়ে গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings