in

অপারেশন জ্যাকপট সিনেমায় ওঙ্কার সিং চরিত্রে ওমর সানী

দেশীয় সিনেমার একসময়ের সফল নায়ক ওমর সানী। অসংখ্য হিট সিনেমার এ অভিনেতা এখন আর আগের মতো সিনেমায় অভিনয় করেন না। বর্তমানে ব্যবসা-বাণিজ্য নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় থাকেন।

সিনেমায় শুধু ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলেই অভিনয় করেন। তবে নায়ক বা মূল চরিত্রে নয়, অভিনয় করেন পার্শ্বচরিত্রেও। সে সুবাদে বেশ কিছুদিন পর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকপ্রিয় এ তারকা।

মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

সেই ঘটনা নিয়ে ২১ কোটি টাকার বাজেটে সিনেমা নির্মাণ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নাম ‘অপারেশন জ্যাকপট’। সে সময় তৎকালীন ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। আর এমন সেই চরিত্রেই দেখা যাবে ওমর সানীকে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। প্রকাশ করেছেন চরিত্রটির লুকও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এ ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই ছবির প্রযোজক এবং পরিচালককে।’

ছবিটি নিয়ে ওমর সানী বলেন, এমন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবিতে অভিনয় করছি বলে ভালো লাগছে। আশা করছি, খুব ভালো কিছু হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রযোজিত এ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে আছে কিবরিয়া ফিল্মস। সহযোগী প্রযোজনায় আছে স্বপন চৌধুরীর অন্তর শোবিজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings