in

অনন্যা হয়ে ফিরছেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী মনে করেন নারীকেন্দ্রিক গল্পের মধ্য দিয়ে সমাজে নারীদের সচেতন করা যায়। নারীদের হয়ে বার্তা দেওয়ার গল্পগুলো তাকে শুরু থেকেই টানে। নারীকেন্দ্রিক গল্পের নাটকে ফিরছেন মেহজাবীন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে, তাঁদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে, তাহলে পরিশ্রম সার্থক হবে।’

জাকারিয়া নেওয়াজের রচনায় মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির নাম ‘অনন্যা’। পরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’

নাটকে অনন্যা ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। নারীদের সংগ্রাম ও টিকে থাকার অনুপ্রেরণার গল্পটি দিয়ে শেষ হচ্ছে মেহজাবীনের বছর। তিনি জানান, এটাই তার বছরের শেষ নাটক।

সর্বশেষ ‘কাজলের দিনরাত্রি’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে দেখা গিয়েছিল মেহজাবীনকে। কাজল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

‘অনন্যা’ নাটকে তার সহ–অভিনয়শিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটি ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings