in

অনন্ত-বর্ষার সঙ্গে বলিউডের নানা পাটেকর

অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা।

গেল রোজার ঈদে মুক্তি পাওয়া কিলহিম প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই অনুপ্রেরণা থেকেই ইকবাল নির্মাণ করবেন ‘কিলহিম ২’।

এবার অনন্ত-বর্ষার সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক ইকবাল।

ইকবাল বলেন, কিলহিম ২ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্প শুনে পছন্দ করেছেন নানা পাটেকর। মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তাঁর সঙ্গে চুক্তি হয়ে যাবে।

ইকবাল জানান, তার পরিচিত একজন তামিল পরিচালকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে নানা পাটেকরের সঙ্গে। কবে থেকে শুরু হবে কিলহিম সিনেমার শুটিং? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।

নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই জানাতে চান না ইকবাল। তিনি জানান, অভিনয়শিল্পী তালিকায় আরও চমক থাকছে। জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।

কিলহিম ২ নিয়ে এই নির্মাতা বলেন, সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিলহিম ২। কিলহিমের চেয়েও বেশি অ্যাকশন থাকবে। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।

সম্প্রতি ইকবাল ব্যস্ত আছেন ‘ডেডবডি’ সিনেমা নিয়ে। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ওমর সানী, রাশেদ মামুন অপু, অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings